Monday, January 10, 2011

Asampurna (Incomplete)

আমি একটি দীর্ঘ কবিতা রচিবার তরে
     ছন্দ খুঁজি ফিরি পাগলের ন্যায়।
শত সহস্র বাক্যরাজি লুকায়ে রয় মনের মাঝারে,
     তাহারা কভু গো ধরা নাহি দেয়।।

যাহার জীবন ছন্দহীন, যাহার হ্রদয় বিদির্ন শোকে,
     সে কি কভু পারে মিলাইতে ছন্দ ও তান?
ঘনঘোর বরিষনের রাতে, ভয়ঙ্কর বজ্রনিনাদে,
     শোনা কি যায় কোনো পাখির কলতান?

তবু সাথিহারা এই আমি মিথ্যা আশার করি চয়ন,
পথ চেয়ে থাকি বসে নিয়ে দুটি ক্লান্ত নয়ন।
সকলি আশার হোক অবসান নিভুক তবে শেষ আলো,
     আজি এই নব ফাগুনের প্রাতে তবে আঁধার ঘনাক কালো।।

মনে পড়ে আমি তোমারে ভালবেসেছিলেম
একটি দীর্ঘ কবিতার মত।
চেয়েছিলেম বহু যতনে করিতে সঞ্চয়
জীবনে ছন্দ-মিল-তাল আছে যত।।

বুনিতে চেয়েছিলেম সকলি তায়,
কোন এক নব সুরের মায়াজালে।
ভেবেছিলেম সে গান গাহিব মিলিয়া দোঁহায়
এক সুদূর দেশে নবীন ঊষার কালে।।
     

No comments:

Post a Comment