Sunday, January 9, 2011

শুন্যতা




দিগন্তবিস্তৃত ভয়ঙ্কর তমসায়
অসীম শুন্যতার সঘন আবর্তে,
শতসহস্র বছরের সঞ্চিত বেদনায়
করাল অমোঘ নিষ্ঠুর নিয়তিচক্রে,
বিশ্বজনসমুদ্রের অদ্বৈত চেতনায়
বর্ষণোন্মুখ কালো মেঘের উচ্চমন্দ্রে,
পাথরচাপা নির্ঝরিণীদুঃসহ যাতনায়
ফেনিল জলচ্ছাসের রন্ধ্রে-রন্ধ্রে,
অবিরাম শ্রান্ত জীবনস্রোতের দোলায়
শ্রাবনের ঘনঘোর বরিশনের রাত্রে,
তৃষিত নেত্রের অশান্ত বারিধারায়
খুঁজে ফেরে মন আজও তাহারে।।

পশিবে কবে তারি সুমধুর তান মম ব্যাকুল কর্ণে,
রাঙাইবে কবে তারি তুলির টান মম রিক্ত মানসচিত্রে?

No comments:

Post a Comment